বাঁশদ্রোণীর একটি বহুতল থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর উল্টোদিকের এক বহুতলে। শনিবার রাতে ঘটনাটিকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃত সেই তরুণীর নাম পূজা সরকার। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। ছ’মাস আগেই পূজা সেই বহুতলের একতলায় ভাড়া নিয়েছিলেন। সেই ফ্ল্যাটে দুই তরুণ এবং দুই তরুণী থাকতেন। প্রতি রাতেই তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এটি আত্মহত্যা না খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, বাঁশদ্রোণী।