সামনেই স্বাধীনতা দিবস। এবছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে চলছে চরম উন্মাদনা। এরই মধ্যে শিয়ালদা স্টেশনে দেখা গেল এক বিস্ময়কর ছবি। শিয়ালদা স্টেশনের সামনে ছেঁড়া অবস্থায় জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। হাওয়া বা কোনও কারনে ছিঁড়ে গিয়ে থাকতে পারে।
সূত্রের খবর, কয়েক বছর হ’ল শিয়ালদা স্টেশনের সামনে বড় জাতীয় পতাকাটি লাগানো হয়েছে। সাত সকালে ওই জাতীয় পতাকাকে ছেঁড়া অবস্থায় উড়তে দেখা যায়। সেই ছেঁড়া পতাকা উড়তে দেখায় এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, অবিলম্বে ওই পতাকা বদলে দেওয়া হচ্ছে।
ফোর্টিন টাইমলাইম, শিয়ালদা, কলকাতা।