Kolkata: পঞ্চায়েতের রাস্তা মেরামতির ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া রাজ্যে

আরও পড়ুন

লোকসভা ভোট ঘোষণার আগে রাজ্য সরকার প্রস্তাবিত ১১ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির কাজে হাত দিচ্ছে। সেই উদ্দেশে রাজ্য পঞ্চায়েত দফতর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং রাজ্য গ্রামোন্নয়ন এজেন্সি-কে সামগ্রিকভাবে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকল্পের প্রত্যেক টিপর্যায়ের কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । সেখানে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে দরপত্র ডাকার প্রক্রিয়া শেষ করতে হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার জারি করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে। ১০ লক্ষ থেকে ১ কোটি পর্যন্ত রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার জারি হবে ২ ফেব্রুয়ারির মধ্যে। তার থেকে বেশি অর্থ মূল্যের কাজের নির্দেশ দেওয়ার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার তিন দিনের মধ্যে কাজ শুরু করাও বাধ্যতামুলক করা হয়েছে। এই কাজের জন্য খরচ হবে চার হাজার কোটি টাকার বেশি। সম্পূর্ণটাই দেবে রাজ্য সরকার। এসব রাস্তা তৈরির ক্ষেত্রে গুণমান ধরে রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

তবে লোকসভা ভোটের আগে পঞ্চায়েত এলাকার রাস্তা মেরামতি নিয়ে বিরোধীরা সরব হলেও, ভোটের আগে পঞ্চায়েতের রাস্তাগুলি মেরামত হলে বিষয়টি সর্বসাধারণের উপকারে আসবে বলেই ধারনা সাধারণ মানুষের।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close