ঘণ্টায় ১০০ কিলোমিটারে তাণ্ডব দেখাবে মিগজাউম! মঙ্গলেই ল্যান্ডফল, ভারী বৃষ্টি কার্যত নেই বললেই চলে। ডিসেম্বরের গোড়াতে গায়েব হয়েছে শীত। নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে বেশ খানিকটা ঠান্ডা পড়েছিল। পাতলা বেডশীট থেকে ডোহর নামিয়েছিলেন অনেকেই, কিন্তু তারপরই ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছিল হাওয়া অফিস। সেই আশঙ্কা কার্যতঃ সত্যি করে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ যা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর তা ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হতে চলেছে বলে প্রাথমিক সূত্রের খবর।
আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, অত্যন্ত দ্রুত গতি বাড়াচ্ছে নিম্নচাপটি। মিক্সামের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া মেঘাচ্ছন্ন মঙ্গলবার বার ইলশেগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়া-সহ সন্নিহিত এলাকায়। তারপরের দিন তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব শুরু করবে সেটি। ৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার ল্যান্ডফল হওয়ায় কথা মিগজাউমের। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বচ্চ ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঘূর্ণিঝড়ের কারনে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় সোমবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়। মঙ্গলবার ল্যান্ডফলের সময় ওড়িশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং বাঁকুড়া জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা একই রকম থাকবে। উত্তরবঙ্গেও আপাতত নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। ফলে জাঁকিয়ে শীত এখনই যে পড়ছে না, তা একরকম স্পষ্ট।
তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তেমনভাবে শীতের দেখা না মেলায় ব্যাধি বৃদ্ধির প্রকোপ যে থাকছে তা একরকম পরিষ্কার।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।