Kolkata : রাজ্যপালের বক্তব্যে সহমত নন বিধানসভার স্পিকার

আরও পড়ুন

আমি তাঁর বক্তব্যের সঙ্গে সহমত নই। ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে সেখানে গিয়ে বলুন। “চিত্ত যেথা ভয়শূন্য” এমন কথা মণিপুরে গিয়ে বলুন। এই রাজ্যে এমন পরিস্থিতি হয়নি, যে তিনি একথা বলতে পারেন। এই রাজ্যে এমন কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে।

রাজ্যপাল কি উদ্দেশে বলছেন, সেটা বলতে পারব না। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হয়েছে। রাজ্যপালের দু’একটা আলটপকা মন্তব্যে বাংলার মানুষের কি এসে গেল। আমার মনে হয়, তাঁর আরও ভালো করে বাংলাটা পড়া উচিত। তিনি রবীন্দ্রনাথকে কোট করছেন, কিন্তু রবীন্দ্রনাথের এই কথার তাৎপর্য কি সেটা কি উনি জানেন? ভালো করে বাংলাটা না শিখতে হবে।

 

কোর্টের নির্দেশে ৪ শিক্ষক গ্রেফতার আদালতের এই নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই। যিনি ঘুষ খাবেন এবং যিনি ঘুষ দিয়েছেন তারা সমান অপরাধী। এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ৩০-৩৫ হাজার কোনও সংখ্যা আমি বলতে পারব না বিকল্প ব্যবস্থা করতে হবে, যারা বঞ্চিত হয়েছেন, তাদের কথা রাজ্য সরকার ভাববে এটাই আমি মনে করি।

তবে একটা কথা কি জানেন- চরাম চরাম অর্ডার পাস হচ্ছে। এই চাকরি পেল এই চাকরি গেল আবার চাকরি পেল। যারা ২৫ বছর ধরে মামলা করার জন্য বসে আছেন, তাদের কি হবে? তাদের কথা কি বিচারক ভাববেন না।

এটা অত্যন্ত অশোভনীয় আচরণ। বিলের উপর তারা আলোচনা করেছেন। দরকার হলে আদালতে যেতে পারেন। রাজ্যপাল যদি তাদের কথা শুনে বিল আটকে দেন, তাহলে ধরে নিতে হবে- তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close