রাজ্য বিধানসভা এবার নিজস্ব সংগ্রহশালা পেতে চলেছে। আগামী সোমবার বিধানসভার প্লাটিনাম জয়ন্তী স্মারক ভবনে এই সংগ্রহশালার উদ্বোধন করবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুসজ্জিত এই সংগ্রহশালায় রাজ্যের গৌরবময় ইতিহাস, স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের ইতিহাস স্থান পেয়েছে। এর পাশাপাশি শিল্প,সংস্কৃতি থেকে রাজনৈতিক বিবর্তনের ইতিহাসও তুলে ধরা হয়েছে। বাংলার মণীষীদের জীবনী যেমন স্থান পেয়েছে, ঠিক তেমনি স্থান পেয়েছে রাজ্যের সব ক’টি সাধারণ নির্বাচনের ইতিহাস। নেতাজি, গান্ধীজি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের মোমের মূর্তিও বিশেষ দ্রষ্টব্য। সংগ্রহশালায় ‘রাজ্যের অভিভাবক’ শীর্ষক একটি প্রদর্শনী থাকছে। তাতে এরাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষদের ছবি ও কর্মজীবন সংক্রান্ত একটি বিস্তারিত ক্রমতালিকা থাকছে। ভারতীয় সংবিধানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সংগ্রহশালায়। রাজ্য বিধানসভার ইতিহাসে বিধানসভা গঠন এবং এখানে ঐতিহাসিক যেসমস্ত আইন প্রণয়ন হয়েছে, তার বিস্তারিত তথ্যও তারিখ-সহ লিপিবদ্ধ থাকছে। সংগ্রহশালা ছাড়াও নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে ৪৫০ আসনের ২টি অডিটোরিয়াম, কনফারেন্স হল, মিটিং রুম রয়েছে। এই ভবনটি তৈরি করতে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।