Kolkata : শিক্ষকদের বেতন কম বলেই ৮ শতাংশ মহার্ঘ ভাতা দেবে রাজ্য

আরও পড়ুন

এবার থেকে রাজ্যের স্কুল শিক্ষকদের একাংশ পাবেন মহার্ঘ ভাতা। রবিবার এমনই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত অর্থ বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে শিক্ষা দফতরের তরফে।

সেই চিঠিতে বলা হয়েছে, গত মার্চ মাসের ১ তারিখ থেকে ৮ শতাংশ হারে ডিএ পাবেন বিশেষ কিছু স্কুলে কর্মরত শিক্ষকেরা। এই নির্দেশিকা দেখে অনেকেই মনে করছেন, একদফায় সকলের জন্য না হলেও ধীরে ধীরে ধাপে ধাপে কিছুটা হলেও মহার্ঘ্য ভাতা বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডিএ আন্দোলনকারীরা ৩৮ শতাংশ হারেই ডিএ-র দাবিতে অনড় রয়েছেন।

উল্লেখ্য, যেখানে সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, সেখানে কেনও শুধু কিছু বিশেষ স্কুলের ক্ষেত্রে শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে? এমনই প্রশ্ন উঠছে ডিএ আন্দোলনকারীদের মনে।

শিক্ষা দফতরের খাতায় ‘ডিএ গেটিং স্কুল’ বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ডিএ পাবেন। রাজ্যে এধরনের স্কুলের সংখ্যা প্রায় ৪০টি। যার মধ্যে রয়েছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কারমেল, মহেশ্বরী হাইস্কুল, জালান বালিকা বিদ্যালয়, পাঠভবন, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়, তাঁতিয়া হাইস্কুল ইত্যাদি। এই বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বেতন দিয়ে থাকে সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি। সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম। এই স্কুলের শিক্ষকেরা বর্তমানে রোপা ২০০৯ অনুযায়ী বেতন পান। এই কারনেই তাদের ক্ষেত্রে ডিএ-র পরিমাণ বেড়ে ৮ শতাংশ করা হচ্ছে বলে অর্থ দফতর সূত্রে খবর।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close