এবার আর ৩ বছর নয়, ৪ বছরের ডিগ্রি কোর্স হবে এই শিক্ষাবর্ষ থেকে। এতদিন পর্যন্ত ডিগ্রি কোর্স ৩ বছরের জন্য ছিল। এবছর থেকে ৪ বছরের জন্য হল।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, চার বছরের ডিগ্রি কোর্স রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে চালু করা নিয়ে চিন্তাভাবনা চলছে। এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছিল বলে খবর। সেই কমিটির মতামতের পরই পরবর্তী পদক্ষেপ নেবে শিক্ষা দফতর। সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে এই নীতি কার্যকর করা হবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকেও পিছিয়ে এল রাজ্য। গত বছরের মতোই ভর্তি প্রক্রিয়া হবে প্রতিষ্ঠান ভিত্তিক।
প্রসঙ্গত, বুধবার উচ্চশিক্ষা দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্নাতক স্তরের পড়াশোনার জন্য ৪ বছরের পাঠক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, ৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করলে পড়ুয়ারা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল। সেই মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি নির্দেশিকা জারি করে। দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই নির্দেশিকা বলবৎ হলেও পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।