Kolkata : জাতীয় দলের তকমা খোয়ালো তৃণমূল !

আরও পড়ুন

জাতীয় দলের তকমা হটলো তৃণমূল (TMC) থেকে। সোমবার নির্বাচন কমিশনের তরফে থেকে এমন ঘোষণা করা হয়। বাম দল CPI (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া) এবং মহারাষ্ট্রের নেতা শরদ পওয়ারের NCP (ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি)-র জাতীয় দলের তকমাও প্রত্যাহার করা হয়েছে।

সূত্রের খবর, নির্বাচনের আইন অনুযায়ী একটি জাতীয় দল হতে গেলে অন্তত তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। দ্বিতীয়ত, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে এবং তৃতীয়ত, অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে। তবেই জাতীয় দলের তকমা পাওয়া যাবে।

তৃণমূল পার্টি একদিকে জাতীয় দলের তকমা যেমন হারিয়েছে অন্যদিকে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) পেয়েছে জাতীয় দলের মর্যাদা পেয়েছে। গুজরাতের ভোটে উপরোক্ত এই তিনটি শর্ত পূরণ করতে পেরেছেন কেজরীওয়াল। কোনও রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে গেলে সেখানকার বিধানসভা নির্বাচনে ৬ শতাংশ ভোট এবং ২টি আসন পেলেই চলে। দিল্লি এবং পঞ্জাবে গত ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা ভোটেও ৬ শতাংশের বেশি ভোট পেয়েছিল। এরপর ডিসেম্বরে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের বিধানসভা ভোটেও সেই শর্ত পূরণ করে তারা।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close