কেরোসিন তেল ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা হল। অভিযুক্ত শ্বশুরবাড়ির চারজন, তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মধ্য কলকাতার তালতলা লেনের বাড়ি থেকে সেই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত তার দুই ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসা চলছে ওই গৃহবধূর।
সূত্রের খবর, বিদ্যুতের তার সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে বিবাদের জের। রবিবার রাতে সেই গৃহবধূর স্বামী বাইরে ছিলেন। সেই সুযোগেই তার শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। খুন করার চেষ্টা করা হয় ওই গৃহবধূকে। এরপর অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ।
সেই গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, জমি-জমা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিবাদ চলছিল। রবিবার বিদ্যুতের তার লাগানোকে নিয়ে কেন্দ্র করে বিবাদ চরমে উঠলে সেই মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই মহিলার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।