Kolkata : বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সকালেও পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন

আরও পড়ুন

রবিবার ফাল্গুনী বাজার সংলগ্ন বস্তিতে আগুন লাগায় ভস্মীভূত হয়ে গিয়েছিল গোটা ঝুপড়ি। রাতেই দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো হয়। সোমবার সকালে দমকলের দু’টি ইঞ্জিন এসে পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা ঝুপড়ি এলাকা। রাতে দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পর পর গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি পরিবার। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা নমুনা সংগ্রহের জন্য কিছুক্ষণ সেখানেই থাকেন।

এমন দুর্ঘটনার খবর শুনে রবিবার রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে কবে পুনর্বাসনের ব্যবস্থা হবে সেই অসহায় পরিবারগুলির জন্য তা নিয়েই চিন্তায় রয়েছেন তারা।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close