কল্লোলিনী কলকাতা থেকে উদ্ধার হল প্রায় ১০ কোটি টাকারও বেশি মাদক। তেঘরিয়া ও খিদিরপুর থেকে ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করে শুল্ক দফতর।
গোপন সূত্রে খবর পেয়ে, শুল্ক দফতর প্রথমে তেঘরিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৯৯৫ গ্রাম মাদক দ্রব্য উদ্ধার করে। সেইসঙ্গে গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। এরপর তাকে সঙ্গে নিয়েই খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১ হাজার ৬২৭ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর তদন্তকারী অফিসারদের অনুমান, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪ লক্ষ টাকা। কোথা থেকে এল এত বিপুল পরিমাণ মাদক? তা রীতিমতো ভাবিয়ে তুলেছে। পাশাপাশি কোথায় পাচার করা হচ্ছিল এত বিপুল পরিমাণ মাদক তা নিয়েও উদ্বিগ্ন তদন্তকারীরা? এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে শুল্ক দফতর। শেষমেশ এই চক্রের পান্ডা ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।