ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের ৭টি পুর নিগমের সঙ্গে বৈঠক করা হবে। জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সমস্ত পুর সংস্থার চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন তিনি। শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বিধাননগর, সহ হাওড়ার চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক হবে। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারই রূপরেখা বর্ণনা করা হবে। সেই বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। রাজ্যের নগরোন্নয়ন দফতর থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বৈঠক করবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ বিকেল ৪ টে থেকে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে বৈঠক। রাজ্যজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। এদিনের কনফারেন্স-এ থাকতে পারেন ১১৮ টি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও।
কলকাতার নগরোন্নয়ন দফতর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।