ডেঙ্গি নিয়ে বিধানসভা মুলতবির প্রস্তাবের ডাক দিয়েছিল বিজেপি সোমবার বিষয়টি শোনামাত্র বিধানসভার স্পিকার তা নাকচ করে দেন। এরপরই বিজেপি-র বিধায়করা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন। তারা প্রতীকী ডেঙ্গি মশার ছবি আগে থেকেই এনে বিধানসভা ভবন থেকে বেরিয়ে আকাশের দিকে তুলে স্লোগান, শাউটিং শুরু করেন।
এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এরাজ্যে ডেঙ্গি মহামারির আকার ধারন করেছে। স্বাস্থ্য দফতরের কাছে এবিষয়ে কোনও নথি নেই, নেই রোগ নির্ণায়ক কিট-ও। ফলে মানুষ এক দুঃসহ পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছেন।
কলকাতার বিধানসভা ভবন চত্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।