Kolkata : নারী সুরক্ষার বার্তা দিতে সাইকেলে পাড়ি মধ্যপ্রদেশের আশার

আরও পড়ুন

নারী সুরক্ষা নিয়ে সাইকেলে চড়ে ভারত ভ্রমণে বেরোলেন মধ্যপ্রদেশের আশা মালব্য। নারী ক্ষমতা, নারী সুরক্ষা-নিরাপত্তার বার্তা নিয়ে একা সাইকেলে চড়ে মধ্যপ্রদেশ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন এই তরুণী।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের বছর ২৪ এর তরুণী আশা মালব্য মধ্যপ্রদেশের রাজঘর জেলার বাসিন্দা। গত বছরের ১ নভেম্বর তিনি ভোপাল থেকে তার যাত্রা শুরু করেছিলেন। তিনি তার সাইকেলে চড়ে গুজরাত, মহারাষ্ট্র, গোয়া-সহ দক্ষিণ ভারত আরও মোট ১২টি রাজ্য ঘুরে গত সোমবারই পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। এই কয়েকটি মাসে তিনি অনেক পরিস্থিতির সঙ্গে অনেক অভিজ্ঞতাও হয়েছে তার। রাস্তায় কখনও সাধারণ মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আবার কখনও তার সাইকেলে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তাও তিনি থেমে থাকেননি, হার মানেননি। দিন পেরিয়ে, রাত পেরিয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে নিজের গন্তব্যে এগিয়ে গিয়েছেন আশা। কলকাতায় প্রবেশ করে তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান, কলকাতায় পৌঁছনোর আগে হুগলির রাস্তাটুকু পেরোতে গিয়ে দুয়েকবার তাকে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। তিনি সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেলো সেখানে একাকী সাইকেলআরোহী মেয়েকে পুলিশ সাহায্য করতে চায়নি বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

তিনি নতুন প্রজন্মকে বার্তা দেওয়া জন্য বলেন, “আগামী প্রজন্মের অনেকেই ছোটখাটো সমস্যা এলেই মনে করে জীবন সেখানেই শেষ। তাদের কাছে এই বার্তা দিতে চাই যে, সাইকেলে সফরের মতো জীবনেও অনেক সমস্যা আসবে, কিন্তু তা থেকে বেরিয়ে আসার মন্ত্রটাও জানতে হবে।’’ এই প্রজন্মের ছেলে-মেয়েদের জীবনে কোনও সমস্যা এলে তারা যেন ভেঙে না পড়ে তার সম্মুখীন হয় তাই বলতে চেয়েছেন এই তরুণী। কলকাতার পরে সিকিম হয়ে উত্তর-পূর্ব ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। আগামী ১৫ আগস্ট দিল্লি পৌঁছে তার এই সফর শেষ করবেন বলেও জানান আশা।

ফোর্টিন টাইম লাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close