Uttar Pradesh : পাত্র টাকা গুনতে না পারায় বিয়েই ভাঙলেন কনে

আরও পড়ুন

টাকা গুনতে না পারার অপরাধে বিয়ে করার যোগ্যতা হারালেন পাত্র। এমন ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে সমগ্র উত্তর প্রদেশে।

উল্লেখ্য,জীবনসঙ্গী কেমন হবেন, তা নিয়ে উল্টো দিকের মানুষটির মনে নানা রকম ছবি আগে থেকেই থাকে। মনে আঁকা ছবিটির সঙ্গে মনের মানুষটির আচার-ব্যবহার, দোষ-গুণ কিছু ক্ষেত্রে মিলে যায়, আবার কোনও ক্ষেত্রে এর অন্যথা যে হয় না, তা-ও নয়। যেমন হয়েছে উত্তরপ্রদেশের ফারুক্কাবাদের বাসিন্দা রীতা সিংহের সঙ্গে।পরিবারের তরফ থেকে দেখাশোনা করেই বিয়ের দিন ধার্য করা হয় রীতা সিংহের। হবু বরের সঙ্গে দেখা হয় বিয়ের মণ্ডপে। কিন্তু সমস্যা শুরু হয় মণ্ডপ থেকে বিয়ের রীতি রেওয়াজ চলাকালীন পুরোহিত বরের হাতে একতোড়া ১০ টাকার নোট ধরিয়ে গুনে দিতে বলেন। কিন্তু টাকা গুনতে গিয়ে বার বার তিনি ভুল করেন। হবু বরকে দেখে সন্দেহ হয় কনের। মাঝপথে বিয়ের মণ্ডপ ছেড়ে রীতা পরিবারের সকলকে ডেকে পাঠান। বিস্তারিত ঘটনা সকলকে জানিয়ে আবারও ১০ টাকার ৩০টি নোট বরকে গুনতে দেওয়া হয়। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে,পড়াশোনা একটু কম জানলেও চলে, কিন্তু টাকাও গুনতে পারে না? তা হলে কী করে তার সঙ্গে সংসার করা যাবে সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রীতা। এমন সিদ্ধান্তে দুই পরিবারে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা পুলিশে খবর দেন। রীতার পরিবার জানায়, চেনা জানা সূত্রে বিয়ের সম্বন্ধ হওয়ায়, তারা পাত্রের সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার তেমন সুযোগ পাননি। তার যে মানসিক সমস্যা রয়েছে সে কথাও জানানো হয়নি কাওকে। বাধ্য হয়েই বিয়ে ভেঙে দিতে হয়। পাত্রীর কথায় নড়বড়ে স্বামীর চাইতে আইবুড়ো থাকা ভালো।

ফোর্টিন টাইমলাইন, লখনৌ, উত্তর প্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close