যুদ্ধের মহড়া দেওয়ার সময় দু’জায়গায় দুটি বিমান ভেঙে দুর্ঘটনা।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুর এবং মধ্যপ্রদেশের মোরেনাতে।এমন ঘটনার জেরে একজন নিহত এবং আহত দু’জন।এমন ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বায়ুসেনা।
সূত্রের খবর, মোরেনায় দুটি এবং ভরতপুরে আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল বলে প্রথমে অনুমান করা হয়। পরে অবশ্য জানা যায়, মোরেনাতে ভেঙে পড়া ওই বিমানটিরই একটি অংশ ভরতপুরে গিয়ে পড়ে। কারন মধ্যপ্রদেশের মোরেনা এবং রাজস্থানের ভরতপুরের মধ্যে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। তাই দ্বিতীয় বিমানটি ভরতপুরে গিয়ে ভেঙে পড়ে।
উল্লেখ্য, সুখোই-৩০ বিমানটি ভেঙে পড়ে যাওয়ার সময় সেই বিমানে থাকা দু’জন পাইলট সময় মতো বেরিয়ে আসেন৷ কিন্তু মিরাজ ২০০০ বিমানে থাকা এক পাইলট সেখান থেকে বেরোতে না পারায় এমন দুর্ঘটনায় তার মৃত্যু হয়৷ মাঝ আকাশে দুই বিমানের মধ্যে সংঘর্ষের কারনেই কি এমন দুর্ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনও কারন রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে যেইভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তাতে তীব্র গতিতে আকাশে মহড়া দেওয়ার সময় দু’টি বিমানের মধ্যে সংঘর্ষেই এর সম্ভাব্য কারন বলে মনে করা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, মধ্যপ্রদেশ।