Malda : সন্ত্রাসের অভিযোগ তুলে পদত্যাগ তৃণমুল প্রধান সহ ১২জন সদস্যর

আরও পড়ুন

প্রধান সহ 12 জন সদস্যের ইস্তফা। ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে সদস্যপদ থেকে পদত্যাগের চিঠি জমা দিলেন মালদহের বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু বিশ্বাস রায়-সহ ১২ জন সদস্য।

সূত্রের খবর, যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার প্রতিবাদে পদত্যাগ বলে দাবি প্রধানের। পঞ্চায়েত সদস্যদের উপর হামলার ঘটনায় যুবকর্মীদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মদনাবতী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস রায়। তিনি বলেন – পারিবারিক বিবাদ এর জেরে এই ঘটনা ঘটেছে অযথা যুবককে এখানে জড়ানো হচ্ছে।

তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, কাট মানির ভাগ বাটোয়ারা নিয়ে এই গন্ডগোল।

তৃণমূলের অন্তঃকলের কথা স্বীকার করে নিয়েছেন রাজ্য কেবল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি বলেন বিষয়টির উপরে আমরা নজর রাখছি। এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close