Malda : উল্টে গেল পাথর বোঝাই লরি

আরও পড়ুন

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন উল্টে গেল পাথর বোঝাই লরি, জাতীয় সড়কে রাস্তার কাজ ধীরগতিতে চলায় ক্ষোভ স্থানীয় সহ নিত্যযাত্রীদের। দ্রুত জাতীয় সড়কের কাজ শেষ করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন মালদহের চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের রহমতপুর এলাকার বাসিন্দারা। ঘন্টাখানেক বিক্ষোভ চলাকালীন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

সূত্রের খবর, চাঁচল ও হরিশ্চন্দ্রপুর সহ একাধিক এলাকার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে আজ থেকে ঠিক তিন বছর আগে শুরু হয় ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে খুবই ধীরগতিতে চলছে চাঁচল হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারণের কাজ। এবড়ো খেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতি সাধারন মানুষ। রাস্তা বেহাল থাকায় রবিবার হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথর বোঝাই লরি উল্টে যায়। গুরুতর জখম হন লরির চালক থেকে শুরু করে খালাসী। যার কারণে রহমত গ্রামের স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ঘন্টাখানেক ধরে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এমনকি দ্রুত কাজ শেষ করার দাবিতে বিক্ষোভেও শামিল হন। যদিও পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

রহমতপুর এলাকার বাসিন্দা কালু মোহাম্মদ জানান, দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে ধীর গতিতে চলছে জাতীয় সড়কের কাজ। যার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। রাস্তা বেহাল থাকার রবিবার একটি পাথর বোঝাই লরি উল্টে যায়। গুরুতরভাবে জখম হন গাড়ির চালক এবং খালাসী। যার কারণে আমরা এই সড়কে আশা সমস্ত যানবাহন আটকে দি। আগামী এক সপ্তাহের মধ্যে রহমতপুরের ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ দ্রুত শেষ করতে হবে না হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close