পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের মেয়েকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলার রতুয়া থানার কমলপুর গ্রামে। আক্রান্ত ভাইয়ের মেয়ের নাম সুমিতা মোসর বয়স ৩০ বছর। পরিবারে রয়েছে স্বামী জাবেদ মোসর, এক ছেলে ও এক মেয়ে। অভিযুক্ত হলেন কাকা সাইরু মোসর। ঘটনার পর থেকে পলাতক উপযুক্ত কাকা।
সূত্রের খবর, শনিবার রাতে মদ্যপ অবস্থায় কাকা এসে গালিগালাজ করে সুমিতার পরিবারকে। আর তারই প্রতিবাদ করতে গেলেই হাশুয়া দিয়ে তার পেটে কোপ মারে। সুমিতার চিৎকারে পালিয়ে যায় উপযুক্ত কাকা। তড়িঘড়ি উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সুমিতা। এই বিষয়ে অভিযুক্ত কাকার বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।