কাটমানি না দেওয়ায় এবার এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া দু’নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি সহ তিনজনের বিরুদ্ধে পুখুরিয়া থানা ও মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। দল কাউকে দুর্নীতি করার অনুমতি দেয় না প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে প্রতিক্রিয়া তৃণমূলের। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে দাবি পুলিশের।
সূত্রের খবর, মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়াইল গ্রামের বাসিন্দা আনোয়ারা বেওয়া। এক চিলতে টিনের ঘর মাথার ওপর টালির ছাউনি। সংসার বলতে তিনি এবং তার এক অন্ধ মেয়ে। ভিক্ষাবৃত্তি করে চলে সংসার। বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম আসে আনোয়ারার। প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকাও পান। কিন্তু অভিযোগ সেই ষাট হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা কাটমানি হিসেবে নিয়ে নেন পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি। দিন কয়েক আগে আবার ঢুকেছে দ্বিতীয় কিস্তির ৫০০০০ টাকা। সেই টাকা থেকে ৩০০০০ টাকা দাবি করেন পঞ্চায়েত প্রধান বলে অভিযোগ। অসুস্থতার কারণে দিন কয়েক পরে পাসবুক চেক করে টাকা দেবেন বলে জানান আনোয়ারা। এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি। বেধড়ক মারধর করা হয় আনোয়ারাকে। এমনকি তার ছাগল পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। পুরো ঘটনার বিবরণ জানিয়ে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা বৃদ্ধা। অভিযোগ দায়ের হয়েছে মালদা জেলা শাসকের কাছেও।এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও। আজাদ আলী নামে এক গ্রামবাসী বলেন এই ঘটনার সুবিচার চাই।
জানা গিয়েছে ,ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জল দত্ত বলেন, প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে প্রশাসন ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করবে। তদন্তের নামে ঢিলেমি করলে চলবে না। তদন্ত প্রক্রিয়া দেরী হলে আন্দোলনে নামবে বিজেপি।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, কেউ অন্যায় করলে দল পাশে থাকবে না। প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে ঘটনার তদন্ত করা হবে। খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুখুরিয়া থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইনে , মালদা |