Malda : কাঁচা কালী বাৎসরিক পুজোয় মাতলেন ভক্তরা

আরও পড়ুন

মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনী এলাকায় কাঁচা কালী বাৎসরিক পুজোয় মাতলেন ভক্তরা। প্রতিবারের ন্যায় এবারও মাঘ মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হলো মায়ের বাৎসরিক পুজো। সন্ধ্যে থেকেই বহু ভক্তরা ছুটে আসেন মালদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে। রাত বারোটা থেকে শুরু হয় মায়ের বাৎসরিক পুজো।

সূত্রের খবর, বর্তমানে পুজো পরিচালনা করেন মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির বিপ্লবী সংঘের সদস্যরা। বিপ্লবী সংঘের পুজো কমিটির এক সদস্য জানান- কাঁচা কালীর পুজো এক রীতি মেনে করা হয়। রাতেই প্রতিমা বানানো থেকে শুরু করে পুজো হওয়ার পাশাপাশি পাঠা বলিও দেওয়া হয়। পরে ভোররাতে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জনের পরেই ভোররাতেই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় পূজা উপলক্ষে। এইবারে এই পুজো ৪৮ বছরে পদার্পণ করল। বিভিন্ন শব্দ বাজির মাধ্যমে এই পূজার সূচনা করা হয়।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close