মালদহে উৎপাদিত ফসল ঘরে তোলার রাস্তা নেই। বাধ্য হয়ে চাষিরা চাঁদা তুলে রাস্তা তৈরি করলেন। রাস্তা হয়নি অথচ জমি থেকে ফসল ঘরে আনতে সমস্যায় জর্জরিত কৃষকরা। স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, এমনকি জেলা পরিষদেরও কোনও সহযোগিতা না পেয়ে। নিজেরা চাঁদা তুলে প্রায় সাড়ে তিন কিলোমিটার কংক্রিট রাস্তা নির্মাণ করছেন কৃষকরাই। ঘটনাটি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা এলাকায়। পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনা অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূলকে ৷
সূত্রের খবর, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর, নিত্যানন্দপুর, সুজাপুর, ভাটরা, রশিলাদহ এবং মাধাইপুর গ্রামের কয়েকশো বিঘা জমি রয়েছে টাঙন নদীর ধারে ৷ স্থানীয়রা এই এলাকাকে ভাটরা বিল নামেই জানেন ৷ উর্বর এই জমিতে বছরে তিনবার ফসল হয় ৷ কিন্তু সেই ফসল ঘরে নিয়ে আসতে প্রাণ বেরিয়ে যায় চাষিদের ৷ কারণ, জমি থেকে ফসল ঘরে আনার কোনও রাস্তাই নেই ৷ বৃষ্টি হলে কিংবা বর্ষার সময় কাদা রাস্তায় মানুষ যেমন পিছলে পড়ে, তেমনই উলটে যায় ট্র্যাক্টর সহ অন্য গাড়িও ৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে এলাকার কয়েকশো কৃষক অনেকবার ত্রিস্তর পঞ্চায়েত, এমনকি ব্লক প্রশাসনের কাছেও আর্জি জানিয়েছেন ৷ কোনও কাজ হয়নি৷ তাই তাঁরা নিজেরাই এবার রাস্তা তৈরি করতে শুরু করেছেন ৷
এলাকার চাষিরা জানিয়েছেন যেখানে সরকার কৃষকদের পাশে থাকার কথা বলছে সেখানে আমাদের এলাকার কৃষকদের এই সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসেনি। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ ব্লক প্রশাসনকে বলা সত্ত্বেও তারা রাস্তা করে দেয়নি। রাস্তা না থাকার ফলে তাদের ফসল ঘরে আনতে সমস্যায় পড়তে হয়। আজকে তারা চাঁদা তুলে এই রাস্তা করছেন কিছুটা ইতিমধ্যে ঢালাইয়ের কাজও শেষ হয়েছে আরো কিছুটা বাকি রয়েছে।। পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের দক্ষিণ ভাটরা এলাকায় কয়েক লক্ষ বিঘা জমি রয়েছে। এখানেও কয়েক হাজার কৃষক চাষ করে জীবিকা অর্জন করে। আজকে তাদের অর্থের কিছু অংশ এবং বাদবাকি কিছু চাঁদা তুলে তারা এই রাস্তা তৈরি করছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল জানান – এই সরকার সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যর্থ কৃষকদেরও পাশে এই সরকার নেই। এই সরকারের শুধু কাটমানি আর দুর্নীতি ছাড়া কোন গল্প নেই। আজকে চাষী আমাদের অন্নদাতা, আজকে সেই চাষীর রাস্তা নেই যার ফলে তারা ফসল নিয়ে যেতে সমস্যায় পড়ছেন কিন্তু সেখানে সে রাস্তা সরকার করে দিচ্ছে না যার জন্য চাষীরা নিজেরা টাকা তুলে সে রাস্তা করছে এটা আমাদের কাছে একদম লজ্জার বিষয়।
যদিও এই বিষয়ে সাফাই দিয়েছেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃনালিনি মন্ডল মাইতি তিনি জানান -পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের সুজাপুর ,দক্ষিণ ভাটরা, এলাকায় প্রচুর চাষি চাষাবাদ করে । আমাদের সরকার গ্রামেগঞ্জে রাস্তা প্রত্যেকটা জায়গায় করেছে। এই সমস্ত অভিযোগ বিরোধীরা করছে এটা সত্যি নয়। তবুও আমরা বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে দেখব।
ফোর্টিন টাইমলাইন, মালদা।