গ্রামের মানুষকে পান করতে হচ্ছে নদীর জল। পরিশ্রুত পানীয় জল না পেয়ে বালতি, কলসী হাতে বিক্ষোভ গ্রামের মানুষকে পান করতে হচ্ছে নদীর জল।পরিশ্রুত পানীয় জল না পেয়ে বালতি, কলসী হাতে বিক্ষোভ মহিলাদের।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে গ্রামের মানুষকে পান করতে হচ্ছে নদীর জল। পরিশ্রুত পানীয় জল না পেয়ে বালতি,কলসী হাতে বিক্ষোভ মহিলাদের। গ্রীষ্ম মরশুমে তীব্র জল কষ্ট। মালদা শহর থেকে ঢিলছোঁড়া দূরত্বে পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় ডোবা পাড়া গ্রামে দেখা দিয়েছে পরিশ্রুত পানীয় জলের কষ্ট। তীব্র জল কষ্টে ভুগছে প্রায় ৫০টি পরিবার। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে বারবার জানিও কোন লাভ হয়নি। আর এই নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।
মালদা শহরের পাশেই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকা। একদিকে নদীর এপারে রয়েছে ইংরেজবাজার পুরসভা আর এই গ্রাম পঞ্চায়েত এলাকার সংলগ্ন পুরাতন মালদা পুরসভা। দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। পরিশ্রুত জল না পেয়ে মানুষকে কার্যত মহানন্দা নদীর নোংরা জল ব্যবহার করতে হচ্ছে। এ নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। সমস্ত ঘটনার জন্য বর্তমান তৃণমূল পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ওপর দোষারোপ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপি নেতা উকিল মন্ডল।
গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিক ঘোষের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন,শুষ্ক আবহাওয়া চলছে। ফলে জলস্তর নেমে গেছে। তাই এই ঘটনা ঘটছে। পি এইচ ই দফতরের সঙ্গে আলোচনা করে কিভাবে সমস্যা মেটানো যায় সেটা দেখা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন , মালদা।