Malda : পুরসভার উদ্যোগে ১২৪তম নজরুল জন্মজয়ন্তী পালন মালদায়

আরও পড়ুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী পালিত হল মালদা শহরে। ইংরেজবাজার পুরসভা ও মালদা শিল্পী সংসদের যৌথ উদ্যোগে পালন করা হয় কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী।

সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ, মালদা শহরের নজরুল সরণী এলাকায় বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, মালদা শিল্পী সংসদের সাধারণ সম্পাদক মলয় সাহা-সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।

উল্লেখ্য,এদিন কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে গান ও আবৃত্তি পরিবেশন করেন মালদা শিল্পী সংসদের সদস্যরা। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় বিদ্রোহী কবির জন্ম জয়ন্তী।

পাশাপাশি মালদা পুরসভার পুরপিতা কৃষ্ণচন্দ্র নারায়ণ চৌধুরী বিশ্ব বরেণ্য কবি কাজী নজরুল ইসলামের জন্ম সম্পর্কে কিছু কথা বলে অনুষ্ঠানের মাধুর্য বাড়িয়ে তোলেন। এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন-

 ফোর্টিন টাইমলাইন মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close