Malda : রাধাগোবিন্দ মন্দিরে ঢাক বাজিয়ে পুজো দেন অভিষেক বন্দোপাধ্যায়

আরও পড়ুন

রাধাগোবিন্দ মন্দিরের ঢাক বাজিয়ে পূজো দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।এদিন তিনি নিজের হাতে ঢাক বাজিয়ে পুজো দেন মালদার বামনগোলার রাধাগোবিন্দ মন্দিরে।

সূত্রের খবর ,মালদায় এসে প্রথমেই বামনগোলা ব্লকের নালাগোলা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে মালদা জেলার কর্মসূচি শুরু করেন। এদিন রাধা গোবিন্দ মন্দিরের পূজা দিতে যাওয়ার সময় প্রচুর স্থানীয় মানুষের ভিড় হয়।তাদের সঙ্গে কথা বলেন তিনি।সেখানে অভিষেক বন্দোপাধ্যায়কে দেখতে উপস্থিত হয়েছিলেন নব্বই ছুঁই ছুঁই এক বৃদ্ধা‌। তার সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেন।রাধাগোবিন্দ মন্দিরে পূজো দিয়ে স্থানীয় নালাগোলা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্য দান করেন অভিষেক বন্দোপাধ্যায়।সেখান থেকে বেরিয়ে একে একে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।

মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close