Malda : পুরাতত্ব ,প্রত্নতত্বের দুষ্পাপ্য জিনিস নিয়ে প্রদর্শনী গৌড় কলেজে

আরও পড়ুন

বুধবার পুরাতত্ব ও প্রত্নতত্বের দুষ্পাপ্য কলম, কয়েন, পেপার,বই সহ বিভিন্ন সামগ্রী নিয়ে মালদার গৌড় মহাবিদ্যালয় এবং নিউমিসম্যাটিক এন্ড কালেক্টরস ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী অনুষ্ঠান। এদিন দুষ্প্রাপ্য নানা সামগ্রী নিয়ে প্রদর্শনী শিবিরে উৎসাহিত হয় ছাত্র ছাত্রীরা এবং গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. অসীম কুমার সরকার উদ্বোধন করেন প্রত্নতাত্ত্বিক ও দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনীর‌। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যক্ষরা।

প্রসঙ্গত ,এই প্রদর্শনীতে প্রাচীন আমলের বিভিন্ন মুদ্রা, নোট, ডাকটিকিট, কলম, চাবির রিং,পেপার, দেশলাই বাক্স সহ বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।প্রায় ২০ জন সংগ্রাহক এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এই প্রদর্শনীতে জেলার বিভিন্ন কলেজের ছাত্র- ছাত্রীরা এই প্রদর্শনীতে অংশ নেয় এবং প্রদর্শনী উপভোগ করে। গৌড় মহাবিদ্যালয় অধ্যক্ষ অসীম সরকার প্রতিটি টেবিলে যান এবং প্রত্নতাত্ত্বিক সংগ্রহ সামগ্রী গুলো খতিয়ে দেখেন। জানা গেছে জেলায় এই ধরনের প্রদর্শনী এবারই প্রথম। মালদা দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করেছে মালদা নিউমিসম্যাটিক অ্যান্ড কালেক্টরস্ ফোরাম।

উল্লেখ্য,কলেজের প্রিন্সিপ্যাল ডক্টর অসীম সরকার জানান,প্রত্নতত্ব ও পুরাতত্বের বিভিন্ন দুস্প্রাপ্য জিনিস নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি পুঁথিগত বিদ্যার বাইরে এসেও শিক্ষা পাবেন ছাত্রছাত্রীরা।

ফোর্টিন টাইমলাইন, মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close