পঞ্চায়েত নির্বাচনের আগে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়। মালদার বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।পাঁচটি ম্যাগাজিন ও নয় রাউন্ড কার্তুজ।
সুত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে ১৮ মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। রাকিমুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।জানা গেছে, রাকিমুলের বাড়ি, মালদার কালিয়াচক থানা এলাকায়। ওই ধৃত ব্যক্তির কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল,একটি নাইন এমএম পিস্তল। পাঁচটি ম্যাগাজিন ও নয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জানা গেছে, বিক্রি করার উদ্দেশ্যে বৈষ্ণবনগরে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।