Malda : হবিবপুরের শুভেন্দুর সভা করতে না দেওয়ায় পুলিশের উপর ক্ষুব্ধ বিজেপি

আরও পড়ুন

রাজ্যের বিরোধী দলনেতার সভার অনুমতি দিল না পুলিশ প্রশাসন। মালদার হবিবপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বৃহস্পতিবার সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে মালদা বিজেপি । ২৭মে মালদার হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুল মাঠে সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। ১৮মে থানায় সভার অনুমতি চেয়ে আবেদন করেন বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ-১৯ তারিখ সভার অনুমতি দেয় পুলিশ। এমনকি বুধবার মাইক বাজানোর অনুমতি দেওয়া হয় মহাকুমা শাসকের তরফে।কিন্তু এরপর রাতে সভার অনুমতি বাতিল করে দেয় হবিবপুর থানার পুলিশ। একই দিনে মানিকচকে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর সেই কারনে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা সম্ভব নয়, জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি এবং ১৫ দিন আগে আবেদন করা হয়নি বলে অনুমোদন বাতিল করা হয়েছে বলে হবিবপুর থানার উল্লেখ করে চিঠিতে। আর এতেই বেজায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য ,উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, উত্তর মালদায় পঞ্চায়েতে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর সেই কারনেই তৃণমূলের অঙ্গুলী হেলনে বিরোধী দলনেতার সভার অনুমতি দিল না পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি বলেন, সঠিক ভাবে আবেদন করতে পারেনি সেই কারনে বাতিল হয়েছে। মালদায় বিজেপি-র কিছু নেই। মানষের ভালোবাসা হারিয়েছে বিজেপি। বাংলা তথা মালদায় অভিষেকের নব জোয়ার যাত্রাই তার প্রমাণ। একই দিনে দুটি সভা করতে গেলে পুলিশের অসুবিধা আছে। দুদিন থেকে সভা করুন বিরোধী দলনেতা। আমরা তো বিরোধীদের তাড়িয়ে দিচ্ছি না।
বাইট

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close