Malda : ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ পুরসভার বিরুদ্ধে

আরও পড়ুন

ইংরেজ বাজার পুরসভার বিরুদ্ধে রাস্তা দখলকারীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ বাজার -ব্যবসায়ীদের ।

সূত্রের খবর ,মালদার ইংরেজবাজার পুরসভা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি রো দখল করে প্রতিদিন বসছে বাজার। পুরসভার দাবি-এখানে বাজার বসানো অবৈধ আবার এই বাজার থেকেই সার্ভিস ট্যাক্সের নামে স্লিপ ছাপিয়ে বিক্রেতাদের কাছ থেকে তোলা আদায় করছে ইংরেজবাজার পুরসভা। এমনই ছবি উঠে এল আমাদের ক্যামেরায়। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এরপরই ঘটনাস্থলে ছুটে যান মালদা সদরের মহকুমা শাসক পঙ্কজ তামাং ও পুরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।

প্রসঙ্গত, বিরোধীদের অভিযোগ, দ্বৈত নীতি নিয়েছে পুরসভা। যেখানে বাজার বসানো অবৈধ বলছে পুরসভা এবং ঠিক সেখান থেকেই বিক্রেতাদের কাছ থেকে সার্ভিস ট্যাক্সের নামে তোলা আদায় করা হচ্ছে। প্রায়শই একই অভিযোগ করে এসেছেন এই বাজারের ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ ,প্রতিদিন দশ টাকা করে দোকান প্রতি তোলা আদায় করেন পুরসভা নিযুক্ত তোলা আদায়কারীরা।

ইতিমধ্যেই ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ফুটপাথে যেই বসুক তার কাছ থেকেই তোলা আদায় করবে পুরসভা। তার মানে এটা কিন্তু লাইসেন্স দেওয়া নয়।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close