জেলায় অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতি। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইচ্ছে করে তাদের নাম দলীয় ভোটার লিস্ট থেকে কাটা হয়েছে।এই অভিযোগ তুলে মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্টু ইসলামের অনুগামীদের বিক্ষোভ। তাদের অভিযোগ ইংরেজবাজার ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহের বিরুদ্ধে।
সূত্রের খবর ,বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারের সুস্থানী মোড় এলাকায় নব জোয়ার যাত্রায় যোগ দেয়। সেখানেই রাত্রি বাস করেন। সেখানে গোপন ব্যালটে ভোটা ভোটি করা হয়। অভিযোগ সেখানে ইচ্ছে করে তাদের নাম দলীয় ভোটার লিস্ট থেকে কাটা হয়েছে।এরপরই ব্যালট পেপার ছিঁড়ে বিক্ষোভ শুরু করে কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের ভোটাররা। ৪৬নম্বর নওদা বাজার বুথ কমিটির সভাপতি তাহের মহন্মদ জানান,অভিষেক বন্দোপাধ্যায় যে ভোটাভোটির আয়োজন করেছে তা ভালো উদ্যোগ। সেখানে ব্যালট পেপারে আমার নাম কেটে দিয়েছে। প্রোগ্রামের জন্য ইংরেজবাজার ব্লক সভাপতি প্রতিভা সিং প্রচুর টাকা তুলছেন। আমি গরীব মানুষ ওই টাকা দিতে না পারায় আমার নাম কেটেছে। প্রতিভা সিং দলে থাকলে ক্ষতি হবে।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।