দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হতে হতে অবশেষে কুড়মি সমাজের মানুষেরা আন্দোলনে নামলেন। শনিবার দুপুরে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর এলাকার কুড়মি সমাজের মানুষেরা বিক্ষোভে শামিল হন। আগে তফসিলি জাতি বা শিডিউল্ড কাস্ট, পরে ভোট, এমনই মনোকষ্ট দেওয়াল লিখনের মাধ্যমে প্রকাশ করে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে শামিল হলেন কুড়মি সমাজের মানুষেরা।
প্রসঙ্গত, সমাজের মানুষের দাবি- দীর্ঘদিন যাবৎ তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে আসছিলেন তফসিলি জাতিতে তাদের সম্প্রদায়ের মানুষকে রূপান্তরিত করার জন্য। কিন্তু সরকার কোনও রকম তাদের দিকে নজর দিচ্ছে নাবলে অভিযোগ। তাদের দাবি – পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের এসটি সমাজের রূপান্তরিত করতে হবে, তা না হলে তারা এই এলাকায় বসবাসকারী কুড়মি সমাজে বসবাসকারী মানুষদের বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক দলের প্রচার লিখতে দেবেন না,পাশাপাশি এলাকায় কোনও জনপ্রতিনিধিকে ঢুকতেও দেবেন না। তবে বিষয়টি বিপজ্জনক বুঝেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তাই তারা এখন “ড্যামেজ কন্ট্রোল” – এ নামতে তৎপরতা শুরু করেছেন।
ফোর্টিন টাইমলাইন মালদা।