Malda : ড্রাইভার’স ডে পালনের দিন সিটু-র সঙ্গে বচসা পুলিশের

আরও পড়ুন

সিআইটিউ বা সেন্টার অফ ট্রেড ইউনিয়ন অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার ড্রাইভার’স ডে পালিত হ’ল। এদিন বাস চালক থেকে লরি চালক সবাইকে মালদা শহরের রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে ফুল ও জল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর এই কর্মসূচির মধ্যেই পুলিশ-কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিআইটিউ-এর নেতৃত্ব বলে অভিযোগ।

সূত্রের খবর ,এদিন তাদের অভিযোগ প্রতিদিন পথ-ঘাটে গাড়িচালকদের হেনস্তা করছে এই রাজ্যের পুলিশ। ছোটখাটো কারনে মোটা টাকা জরিমানাও করা হচ্ছে কোথাও বা তোলাবাজি করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে ড্রাইভাররা সুরক্ষিত নয়।গোটা বিষয়টি নিয়ে সিআইটিউ-এর পাশে কার্যত দাঁড়িয়েছে বিজেপি। তারাও একই অভিযোগ করেছে।

অন্যদিকে এমনই অভিযোগ উড়িয়ে দিয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, বাম আমলে ড্রাইভাররা সুরক্ষিত ছিলেন না এই সরকার আসার পরই তারা সুরক্ষা পেয়েছেন।

ফোর্টিন টাইমলাইন, মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close