Malda : রেলকর্মী ও তার মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন

রেল কোয়ার্টার থেকে এক রেলকর্মী এবং তার মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনী এলাকায়। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

সূত্রের খবর ,মৃতরা হল শম্ভুনাথ চৌধুরী এবং তার মেয়ে শলি কিরণ। জানা গেছে ,মৃত শম্ভুনাথ চৌধুরী মালদা রেলস্টেশনে কর্মরত ছিলেন। তাদের বাড়ি পাটনার দানবপুর এলাকায়। সপরিবারে চাকরি সূত্রে মালদা শহরের ঝলঝলিয়া এলাকার রেল কলোনীতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ। গত পাঁচ দিন হল শম্ভুনাথ চৌধুরীর ছোট মেয়ে এবং স্ত্রী পাটনা গিয়েছিলেন এক আত্মীয় বাড়ি বেড়াতে। বাড়িতে ছিলেন শম্ভুনাথ চৌধুরী এবং তার বড় মেয়ে। শুক্রবার সকালে বাড়ি ফিরে শম্ভুনাথ চৌধুরীর ছোট মেয়ে এবং স্ত্রী জানালার ফাঁক দিয়ে দেখতে পান-বাবা এবং দিদির ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে রেল পুলিশ এবং ইংলিশ বাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

বাবা,মেয়ের জোড়া মৃত্যুর কারন নিয়ে রীতিমতো ধন্ধে তদন্তকারী অফিসারেরা।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close