Malda : পুলিশকে দিয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ পিয়াঙ্কো কানুনগো -র

আরও পড়ুন

পুলিশকে দিয়ে গোয়ান্দাগিরি করানোর অভিযোগ। বৈঠকে জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক সহ ম্যাজিস্টেট পর্যায়ে কোন আধিকারিক না থাকায় ক্ষোভ। অসহযোগিতা করছে রাজ্য সরকার। সুপারিশের একমাস পরেও গাজোলের নির্যাতিতা পরিবার সাহায্য পায় নি।প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট মন্ত্রীকে রিপোর্ট দেওয়া হবে।মালদায় বললেন জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান পিয়াঙ্কো কাননগো।
সূত্রের খবর , জাতীয় শিশু সুরক্ষা (এনসিপিসিআর) চেয়ারম্যান পিয়াঙ্কো কাননগো শুক্রবার মালদায় আসেন।জেলাতে অস্থায়ী শিবিরে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা সামাজিক প্রকল্পগুলি সঠিক ভাবে কার্যকরী তথ্য সংগ্রহ করছেন। প্রশাসনিক কর্তাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন। শিশুদের আধার কার্ড সহ শিশু সংক্রান্ত (Age- 0 হইতে 18 বছর পর্যন্ত) কোনো সমস্যা হলে তার সমস্যার সমাধানের লক্ষ্যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।যাদের সমস্যা আছে তা কেন হয়নি তা খতিয়ে দেখছেন।

মূলত যাদের আধার কার্ড হয়নি কাস্ট সার্টিফিকেট হয়নি, জন্ম সার্টিফিকেট হয়নি। স্কুল কলেজে ভর্তি হতে কোন অসুবিধা হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়নি,, ইত্যাদি সমস্যা নিয়ে বৈঠক করছেন।এছাড়া নির্যাতিতা পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close