Malda : বন্যা-ত্রাণ দুর্নীতিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পোস্টার ছাপালো এলাকায়

আরও পড়ুন

বৃহস্পতিবার সকালে এলাকার সাধারণ মানুষ প্রাতঃভ্রমণে ও বাজারে আসতেই নজরে আসে পোস্টার। কোনও পোস্টারে লেখা রয়েছে “সুজাতা সাহা হাটাও তৃণমূল বাঁচাও” আবার কোনও পোস্টারে লেখা রয়েছে “গ্রেফতারির দাবি”, কোনও পোস্টারে লেখা রয়েছে ‘নেত্রীর গ্রামে প্রবেশ নিষেধ’, আবার কোনও পোস্টারে লেখা রয়েছে ‘অভিযুক্ত নেত্রীকে প্রার্থী করলে একটিও ভোট নয় ‘। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনও পরিষ্কার হয়নি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী।এ বিষয়ে তৃণমূল নেত্রীর পাল্টা দাবি এর পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে।

প্রসঙ্গত ,বন্যা-ত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বড়োল এলাকায়।রাস্তা জুড়ে পড়েছে একাধিক পোস্টার।কোনও পোস্টারে লেখা রয়েছে ,”সুজাতা সাহা হাটাও তৃণমূল বাঁচাও” আবার কোথাও ‘বন্যা ত্রাণ দুর্নীতির মাস্টারমাইন্ড সুজাতা সাহা কে অবিলম্বে গ্রেফতার করতে হবে’, কোনও পোস্টারে লেখা,’ দুর্নীতিবাজকে প্রার্থী করলে একটিও ভোট নয়,’ কোথাও আবার লেখা,’দুর্নীতিবাজ নেত্রী সুজাতা সাহার গ্রামে ঢোকা বারণ’।বৃহস্পতিবার সকালে এলাকার লোক প্রাতঃ ভ্রমণে বা বাজারে বেরোলে নজরে আসে এই ধরনের একাধিক পোস্টার।যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য ,২০১৭ সালে হরিশ্চন্দ্রপুর এলাকায় ভয়াবহ বন্যা হয়।বন্যা দুর্গতদের জন্য আর্থিক প্যাকেজ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।কিন্তু বন্যা-ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শাসকদলের একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে ৩ কোটি ৫৪ লক্ষ এবং বরুই গ্রাম পঞ্চায়েতে ৭৬ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসে।এই কাণ্ডে গ্রেফতার হয় শাসকদল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহা সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রী। দুর্নীতিতে অভিযুক্ত এমন একজনকে কিভাবে তৃণমূল ব্লকের পদে বসালো তা নিয়েও প্রশ্ন ওঠে। কিছুদিন আগেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই দুর্নীতি নিয়ে শুরু হচ্ছে সিএজি তদন্ত। রিপোর্ট পেশ করতে বলা হয়েছে আট সপ্তাহের মধ্যে। দলের অন্দরেও সুজাতা সাহার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধক্ষ্য আদিত্য মিশ্র। এবার সুজাতা সাহার বিরুদ্ধে একাধিক পোস্টার।

ফোর্টিন টাইমলাইন মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close