Malda : চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন চার বছরের শিশুকে

আরও পড়ুন

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ৮১ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।

সূত্রের খবর ,ঘটনাটি ঘটেছে গাজোল থানা এলাকায়। পুরো ঘটনা নিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বৃদ্ধ কে। জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বৃদ্ধের একটি মুদিখানার দোকান রয়েছে। অভিযোগ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ডেকে যৌন নির্যাতন করেছে ওই বৃদ্ধ । পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে ,শিশুটি ওই বৃদ্ধর দোকানে আসলে তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখায়। সেই সময় সেখানে কেউ ছিল না। এরপর ওই শিশুকে যৌন নির্যাতন করে ওই বৃদ্ধ। সেখান থেকে শিশুটি কোন রকমে পালিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায় । তারপর পরিবারে সদস্যরা গোটা বিষয় লিখিত ভাবে গাজোল থানায় অভিযোগ জানায়। গোটা ঘটনার তদন্তে নেমে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছে,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close