Malda : মোবাইলে গেম খেলা নিয়ে ভাই -বোনের বচসা,আত্মঘাতী নাবালিকা

আরও পড়ুন

মোবাইল ফোনে গেম খেলা নিয়ে কথা কাটাকাটি নাবালক দুই ভাই বোনের, আর যার জেরে আত্মঘাতী হল নাবালিকা দিদি। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নাবাদিয়াটোলা এলাকায়। মৃত নাবালিকার নাম মঙ্গলী মণ্ডল ,বয়স ১৩ বছর, সে মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

সূত্রের খবর, রবিবার সকালে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ভাই কারান মন্ডলের সঙ্গে বচসা হয় মঙ্গলীর, সেই সময়ই মা উর্মিলা মন্ডল মোবাইল ফোনটি কেড়ে নেন। যার পরিণামে অভিমানে দরজা বন্ধ করে মঙ্গলী। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তার ছোট ভাইকে মা বাড়ির চালা খুলে ভেতরে প্রবেশ করতে বলেন, তারপরই মঙ্গলীর ফাঁস লাগানোর কথা সামনে এসেছে। তড়িঘড়ি দরজা ভেঙে তাকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close