Malda : মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় ছাত্রী আত্মঘাতী

আরও পড়ুন

মালদার ভুতনি থানার দক্ষিণ চন্ডিপুরে এক মাধ্যমিক অকৃতকার্য ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হ’ল। মঙ্গলবার রাতে এঘটনা ঘটেছে চন্ডিপুর গ্রামে।

উল্লেখ্য, এবছর মাধ্যমিকে ফল প্রকাশের পর দেখা যায় সাবিত্রী মন্ডল নামের ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন। যার বয়স ১৭ বছর। সূত্রের খবর,মঙ্গলবার রাতে শোবার ঘরে ঘুমোতে যায় সে। বুধবার সকালে বাড়ির লোকেরা দেখতে পায়- সাবিত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলছে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, সাবিত্রী মন্ডল ভুতনির দক্ষিণ চন্ডিপুর হাইস্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায় সে অকৃতকার্য হয়েছে। বেশ কিছুদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সাবিত্রী। ইতিমধ্যেই ভুতনি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই মৃত্যুতে দক্ষিণ চন্ডিপুর এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close