মানিকচকে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাটমানি না দেওয়াই এলাকাবাসীকে মারধরের অভিযোগ চৌকি মিরদাদপুর অঞ্চলের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা শেখ ইসরাফিলের বিরুদ্ধে। ঘটনা সম্পর্কে জানা গেছে চৌকি অঞ্চলের পূর্ব সৈয়দপুর এলাকার বাসিন্দা জালেখা বিবি।
সূত্রের খবর ,প্রায় দশ দিন আগে তার ব্যাংকের একাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। আর সেই টাকা আসতেই তার বাড়িতে এসে উপস্থিত হন এলাকার কংগ্রেস নেতা তথা চৌকি অঞ্চলের বিরোধী দলনেতা শেখ ইসরাফিল এবং তার কাছে ৩০ হাজার টাকা কাটমানি চান। পূর্ব সৈয়দপুরের সেই গৃহবধূর সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধরক মারধর করে শেখ ইসরাফিল। এমনকি টাকা তাকে দিতেই হবে বলে হুমকি দেন কংগ্রেস নেতা শেখ ইসরাফিল।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ই সেই গৃহবধূ জালেখা বিবি শেখ ইসরাফিলের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পর থেকেই স্বামীহীন গৃহবধূ দুই সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা শেখ ইসরাফিল। তার দাবি সামনে পঞ্চায়েত ভোট তাই তৃণমূল চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং গৃহবধূকে মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।