মালদার কালিয়াচক নির্যাতিতা খুন হওয়া নাবালিকার পুরাতন মালদার বাড়িতে আজ আসার কথা কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের।তার আগেই পৌঁছালো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।পূর্ব ঘোষিত মত যেদিন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের আসার কথা রয়েছে। এতদিন না এসে আজকেই কেন রাজ্য শিশু রক্ষা কমিশনকে পৌঁছাতে হলো ওই নাবালিকার বাড়িতে।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।