জলাভূমি ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। পুরাতন মালদা পুরসভার সারদা কলোনী এলাকার ঘটনা। জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব তৃণমূল কাউন্সিলর। ‘বি এল আর ও ডি এল আর ও’ BLRODLRO দফতর লিখিত অভিযোগ দায়ের পুরাতন মালদার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের। প্রশাসন ও শাসকদলের মদতে সমস্ত বেআইনি কাজ চলছে বলে কটাক্ষ বিজেপির। বেআইনি কাজ হলে তদন্ত হবে সাফাই তৃণমূলের। ইতিমধ্যেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন মালদার জেলা শাসক।
প্রসঙ্গত, রাতের অন্ধকারে ফেলা হচ্ছে মাটি, দিনের আলোয় পে-লোডার দিয়ে চলছে ভরাটের কাজ।এবারে বেআইনি ভাবে মাফিয়াদের বিরুদ্ধে জলাভূমি ভরাট করার অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলর। পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার লিখিত ভাবে ‘বি এল আর ও ডি এল আর ও’ BLRODLROঅফিসে জলা ভরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ সারদা কলোনী এলাকার একমাত্র নিকাশি ব্যবস্থা এই জলাশয়। বর্ষাকালে এলাকার জল এই জলাশয়ে গিয়েই জমা হয়। অথচ মাফিয়ারা এই জলাভূমি ভরাট করে দিচ্ছে। ফলে সমস্যা হবে নিকাশি ব্যবস্থার। তাই বিভিন্ন দফতরে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জলাভূমি ভরাট নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, এই জলাভূমি ভরাট নিয়ে প্রশাসন ও শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন,তৃণমূল সরকার পরিচালনা করেছে,আর এই সরকারের ‘বি এল আর ও ডি এল আর ও’ BLRODLRO – রা টাকার বিনিময়ে জলাভূমি ভরাটের অনুমতি দিয়ে দিচ্ছে। পুরো প্রশাসনটা পচে গেছে।
এই বিষয়ে পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, কেউ বেআইনি কাজ করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। বি এল আর ও ডি এল আর ও -কে জানাবো সরজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।