Malda : শুভেন্দু অধিকারীর সভা নিয়ে ধাক্কা আদালতের,স্থগিত হল সভা

আরও পড়ুন

এবার আদালতে ধাক্কা খেল বিরোধী দল। মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভা পিছিয়ে দিল বিজেপি নেতৃত্ব। ২৭ তারিখের পরিবর্তে ১২ জুন হবিবপুরে সভা করবেন শুভেন্দু অধিকারী। জানালেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তবে আগামীকাল মালদার মানিকচকে সভা করবেন শুভেন্দু। প্রথমে অনুমতি দিয়ে পরে হবিবপুর থানার পুলিশ তা বাতিল করায় তৃণমূলের ষড়যন্ত্র দেখেছিলেন বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, মালদায় ২৭মে দু’টি সভা ছিল। একটি মালদার মানিকচকের মথুরাপুর। অন্যটি ছিল হবিবপুর থানার কেন্দপুকুর এলাকায়। সেই মত প্রশাসনের কাছে সভার আবেদন করে মালদা জেলা বিজেপি। ১৮মে থানায় সভার অনুমতি চেয়ে আবেদন করে বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ, ১৯ তারিখ সভার অনুমতি দেয় পুলিশ।এমনকি ২৪ মে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয় মহাকুমা শাসকের তরফে। কিন্তু এরপর রাতে সভার অনুমতি বাতিল করে দেয় হবিবপুর থানার পুলিশ। একইদিনে মানিকচকে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেই কারনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয়, জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি এবং ১৫ দিন আগে আবেদন করা হয়নি বলে অনুমোদন বাতিল করা হয়েছে বলে হবিবপুর থানা উল্লেখ করে তাদের চিঠিতে। এরপর ২৫মে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। এরপর ওইদিন হাইকোর্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর সভা বাতিল করে দেয়। কিন্তুু মানিকচকের সভা ২৭মে হবে। সেই মত প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, অভিষেকের নব জোয়ারে লোক হয়নি। ভয় পেয়েছে। শুভেন্দুর সভা হলে তৃণমুল বলে কিছু থাকবে না। পঞ্চায়েতে আসন পাবে না। তাই তার সভার অনুমতি দিচ্ছে না। আর সেই কারনে তৃণমূলের অঙ্গুলীহেলনে বিরোধী দলনেতার সভার অনুমতি দিল না পুলিশ।

উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন,সারা রাজ্যজুড়ে বিজেপি-র শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে শাসকদল। সেই কারনে সভা বাতিল করল। তবে এই সভা হবে আগামী ১২ জুন একই মাঠে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close