Malda : কবরস্থান থেকে যমজ সদ্যোজাত উদ্ধার হওয়ায় চাঞ্চল্য এলাকায়

আরও পড়ুন

কবরস্থান থেকে উদ্ধার হল জমজ সদ্যোজাত। ঘটনা ঘিরে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার ইংলিশ বাজারের মিল্কি চন্ডিপুর এলাকায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে মালদার ইংলিশ বাজারের মিল্কি হসপিটাল মোড়ের বাসিন্দা শেখ মুন্না সপরিবারে মোটরবাইক নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। যাবার পথে মিলকি চন্ডিপুর এলাকায় কবরস্থানে কিছু লোকের জমায়েত দেখে তারাও এগিয়ে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান প্লাস্টিকে মোড়া দুই সদ্যোজাত শিশুর দেহ অর্ধেক অংশ মাটির বাইরে এবং কিছু অংশ ভেতরে। তড়িঘড়ি শেখ মুন্নার স্ত্রী মাটি খুঁড়ে যমজ ওই দুই সদ্যজাতকে উদ্ধার করে। উদ্ধার হ ষওয়া সদ্যোজাত একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান ছিল।

উল্লেখ্য,যখন সদ্যোজাত দুটি উদ্ধার করা হয় পুত্র সন্তানটি জীবিত ছিল। কিন্তু সেখান থেকে মিলকে গ্রামীণ হাসপাতাল নিয়ে যাবার পথে মৃত্যু হয়। এরপর নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে কবরস্থান থেকে জমজ সদ্যোজাত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।

মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close