Howrah & Malda : করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত মালদার মাশরেকুল

আরও পড়ুন

ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহত মালদার মালতিপুরের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা। তার নাম মাশরেকুল,বয়স ২৩ বছর ।

সূত্রের খবর, চেন্নাইতে কাজের উদ্দেশে যাচ্ছিল সে। শুক্রবার রাতে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের সদস্যদের উৎকণ্ঠা শুরু হয়।ভোর নাগাদ মাশরেকুলের মৃত্যুর খবর আসে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া এলাকাজুড়ে। বাড়িতে রয়েছেন বাবা,মা,স্ত্রী এবং বছর ৬ এর ছেলে ও ১২ মাসের মেয়ে।পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মাশরেকুল।একদিকে পুত্র হারানোর যন্ত্রনা অন্যদিকে ভব্যিষ্যতের চিন্তা।

ফোর্টিন টাইমলাইন , হাওড়া ও মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close