মালদা-জেলা জুড়ে ক্রীড়া ও বিদ্যুৎ পরিষেবা ঢেলে সাজাতে উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে সোমবার সন্ধে নাগাদ পুরাতন সার্কিট হাউসে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিদ্যুৎ ও যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস।
সূত্রের খবর, অরূপ বিশ্বাস জানিয়েছেন‘মঙ্গলবাড়িতে ৩৩কেবি’র সাব স্টেশন খুব শীঘ্রই নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি গোটা জেলায় আরও ৮টি সাব স্টেশন তৈরি করা হবে। পাশাপাশি খেলাধুলোর ক্ষেত্রেও পরিকাঠামো উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’
ফোর্টিন টাইমলাইন, মালদা।