Malda : ‘তোলামুল এখন বোমামুল’ বলে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটেরআগে চুরির লাইসেন্স রিনিউয়াল করতে তোলামূল এখন বোমামূল হয়েছে বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

একের পর এক রাজ্যজুড়ে বিস্ফোরণের ঘটনায় নির্বিকার প্রশাসন ও রাজ্যের শাসকদল। মালদার মানিকচকের সভা থেকে তৃণমূলকে তোলামূল ও বোমামূল বলে কটাক্ষের পাশাপাশি প্রশাসনকে সরাসরি আক্রমণ করলেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, একের পর এক রাজ্যজুড়ে এগরা, বজবজ, ইংরেজবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। বড় বড় বিস্ফোরণ ঘটেছে। আর ছোটোখাটো বিস্ফোরণতো লেগেই আছে। তৃণমূল কংগ্রেসের কাছে এজাতীয় বিস্ফোরণকে কিছুই মনে হয় না। পঞ্চায়েত নির্বাচন আসছে তোলামুলকে চুরির লাইসেন্সে রিনিউয়াল করতে হবে। কারন তোলামূল এখন বোমামূলে পরিণত হয়েছে।

ফোর্টিন টাইমলাইন , মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close