Malda : নতুন আমের আগমন

আরও পড়ুন

প্রসঙ্গত মালদার বাজারে স্থানীয় আম না থাকলেও এসে গেছে দক্ষিণ ভারতের বেগুন ফুলি আম। ইতিমধ্যে মালদার বাজারে চলে এসেছে অল্প কিছুদিনের মধ্যেই গোলাপখাস আম মালদার বাজারে আসবে ।তবে তার দাম যেমন কিন্তু আমের স্বাদ তেমন নেই। মানুষকে আমের স্বাদ মেটানোর জন্যই এই দক্ষিণ ভারতের আম কিনে খেতে হচ্ছে। মালদার স্থানীয় আমগুলি আসতে বাজারে আসতে জুন মাস।দক্ষিণ ভারতের আমগুলি কেজি প্রতি ১২০ টাকা।

সূত্রের খবর শনিবার সকালে ইংলিশ বাজারের রথবাড়ি বাজারে দক্ষিণ ভারতের আম বিক্রি করছেন স্থানীয় আম বিক্রেতা। এই বিষয়ে জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লাইক জানান মালদার আম বরাবরই একটু দেরিতে বাজারে আসে মে মাসের শেষে জুন মাসের প্রথম দিকে । শুধু তাই নয় আমগুলি প্রথমে মালদার আম বাজারেই চলে আসবে।এখন বর্তমানে দক্ষিণ ভারতের আমগুলি বাজারে এসেছে ।কারণ দক্ষিণ ভারতে ডিসেম্বরের প্রথমেই গাছে মুকুল চলে আসে। আমাদের মালদা জেলাতে ফেব্রুয়ারি থেকে আমের মুকুল আসে ।ফলে স্বভাবতই দক্ষিণ ভারতের আম এই সময় বড় হয়ে যায় যার ফলে তারা বাজারে চলে আসে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close