Naxalbari: নাবালিকার অশ্লীল ছবি ভাইরালের অভিযোগে যুবককে খুঁজছে পুলিশ

আরও পড়ুন

সম্পর্ক থেকে অব্যাহতি চাইতেই নাবালিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নকশালবাড়ি থানায় বিষয়টি নিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় রায়। বাড়ি কোটিয়াজোত এলাকায়। পেশায় রাজমিস্ত্রির কাজ করে সে।

সূত্রের খবর,নবম শ্রেণিতে পড়ার সময় ছেলেটির সঙ্গে একটি বিয়ে বাড়িতে মেয়েটির পরিচয় হয়। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারপর থেকেই দুজনের মধ্যে ফোনে কথা হত। ভিডিও কলিংয়েও কথাবার্তা হত। তখনই সঞ্জয় ঘনিষ্ঠ মুহুর্তের ছবি মোবাইলে তুলে রাখে। কিন্তু সপ্তাহখানেক আগে মেয়েটি সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক রাখতে আপত্তি করলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি হোয়াটস অ্যাপে ছেড়ে দেয় সে। এছাড়াও মেয়েটির কাছে মাঝেমধ্যেই টাকা চাইত ওই যুবক এবং বিয়ের জন্য চাপ দিত। সঞ্জয়ের ব্ল্যাকমেলিং-এ মেয়েটি খুব চাপে পড়ে গিয়েছিল। বিষয়টি বাড়িতে জানালে ওই নাবালিকার পরিবার বুধবার নকশালবাড়ি থানায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও বর্তমানে সঞ্জয় পলাতক।

ইতিমধ্যেই নকশালবাড়ি থানার ওসি মানস দাস জানান, দু’তিনবার পুলিশ অভিযান করেও ওই যুবকের খোঁজ পায়নি। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ফোর্টিন টাইম লাইন, নকশালবাড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close