৪৮ বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা ২০০৫ সালে খুব সামান্য টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকানা অর্জন করেন। ২০১০ সালে লন্ডনে সঞ্জীব প্রথম দোকানও চালু করেন।
৬৫ বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন কেএফসি-র প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্স। ৮৮ বছর বয়সে এসে তিনি বিলিওনিয়ার বনে গিয়েছিলেন। এখন বিশ্বের ১২৩টি দেশের প্রায় ২০,০০০ এরও বেশি স্থানে জায়গা করে নিয়েছে কেএফসি।
মাথায় লাল রঙের পাগড়ি, সাদা গোঁফের মশলা দাদুকে চেনেন না এমন মানুষ বিরল। ক্লাস ফাইভ পর্যন্ত বিদ্যার্জন, তারপরেই নেমে পড়েন বাবার মশলার ব্যবসায়। আজ গোটা দুনিয়ার রান্নাঘরে এম-ডি-এইচ-এর মশলা জায়গা করে নিয়েছে। এই যশ, খ্যাতির পেছনে রয়েছে এক দীর্ঘ বেদনাবিধুর গল্প।
মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগে শুরু করেছিলেন দ্য ইন্ডিয়ান এথনিকের পথ চলা। মা মেয়ের এই প্রচেষ্টা বর্তমানে বার্ষিক ১৫ কোটি টাকা আয় করছে। শুধু দেশ নয়, বিদেশেও বিক্রি হয় তাদের পোশাক।
চলে গেলেন পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীল কান্তি রায়। গতকাল রাতে পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলার শিল্প বাণিজ্য মহলে।